ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

লকডাউনে পাত্রী দেখতে এসে গুণতে হলো জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৩ জুলাই ২০২১ , ১১:১৭ পিএম


loading/img
ভ্রাম্যমান আদালত

জয়পুরহাটের আক্কেলপুরে পাত্রী দেখতে এসে ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানা গুনলেন বগুড়ার নামুজা এলাকার বাংলাবাজার গ্রামের মেহেদী হাসান।  

বিজ্ঞাপন

শনিবার (৩ জুলাই) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ শনিবার বিকেলে আক্কেলপুর পৌর এলাকার প্রাণিসম্পদ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন জয়পুরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন। এ সময় ভ্যানযোগে আসা কয়েকজনকে বাড়ির বাইরে আসার কারণ জানতে চাইলে তাদের পক্ষে মেহেদী হাসান জানান, তারা পাত্রী দেখতে আক্কেলপুরে এসেছেন। বিষয়টি লকডাউনের নিয়ম পরিপন্থী বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন মেহেদী হাসানকে ১ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

জেলা এনডিসি মোনাব্বর হোসেন এ তথ্য নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, তৃতীয় দিনের এ লকডাউনে অযথা বাড়ির বাইরে বের হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে জেলার ১৫টি ভ্রাম্যমাণ আদালতে ৯৭টি মামলা ও ৯৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান আরটিভি নিউজকে জানান, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ায় ২৯ জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |