কঠোর লকডাউনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর রায়পুরার জঙ্গী শিবপুর বাজারে বসেছে জমজমাট পশুর হাট। রোববার (৪ জুলাই) সকাল থেকে লকডাউন উপেক্ষা করে এই হাটে পশু বেচাকেনা শুরু হলেও বন্ধ করার পদক্ষেপ ছিল না স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর।
এই হাটে বিভিন্ন উপজেলা থেকে হাজারো ক্রেতা বিক্রেতা স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে পশু বেচাকেনায় অংশ নেয়ায় বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। কঠোর লকডাউনেও পশুর হাট-বন্ধ থাকবে কি’না এ বিষয়ে জানা নেই বলে জানান ক্রেতা বিক্রেতারা।
পশুর হাটের ইজারাদার মিজানুর রহমান আরটিভি নিউজকে জানান, ৭১ লাখ টাকায় ইজারা নেয়া এই হাট বসে সপ্তাহে ২ দিন। কঠোর লকডাউনে হাট না বসানোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন নির্দেশনা না থাকায় হাট বসানো হয়েছে।
উল্লেখ্য, নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া বাজারে পশুর হাট জমতে শুরু করলে বন্ধ করে দেয় প্রশাসন। এর আগেও শনিবার (৩ জুলাই) পশুর হাট বসে শিবপুরের পুটিয়ায়।
জিএম/পি