ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ এর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১০ জুলাই) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা বাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেত্রকোনা শহরের বড় বাজার এলাকার আনন মানিক (২৫) ও আরিফ আহমেদ (২৬)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আরটিভি নিউজকে জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনার পর চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
বিজ্ঞাপন
জিএম