যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরে ট্রাকচাপায় আতাউর রহমান মৃধা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মমতাজ উদ্দিন মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, আতাউর রহমান মোটরসাইকেলে নড়াইল থেকে যশোর যাচ্ছিলেন। পথে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে পেছনে থাকা ইজিবাইক ওভারটেক করার সময় তাকে ধাক্কা দেয়। এতে আতাউর মোটরসাইকেলসহ পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন