• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:১২
যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

যশোরে ট্রাকচাপায় আতাউর রহমান মৃধা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মমতাজ উদ্দিন মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, আতাউর রহমান মোটরসাইকেলে নড়াইল থেকে যশোর যাচ্ছিলেন। পথে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে পেছনে থাকা ইজিবাইক ওভারটেক করার সময় তাকে ধাক্কা দেয়। এতে আতাউর মোটরসাইকেলসহ পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে ৩ দিনব্যাপী গুড় মেলার উদ্বোধন
প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ গেল প্রেমিকার
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী ও নারী নিহত