কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রোববার (১১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আরটিভি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একাধিক দল দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় লোকিয়ে থাকা বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে ইউপি সদস্যও রয়েছেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
জিএম