ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সুপারি বাগানে ধরা পড়লো ১০ হাত লম্বা অজগর

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ , ০৪:৩৫ পিএম


loading/img
জামালপুর জেলা

জামালপুরের মাদারগঞ্জে লোকালয়ে ১০ হাত লম্বা একটি অজগর সাপ পাওয়া গেছে। সাপটি সুপারি বাগানে ঘের দেয়া জালে আটকা পড়েছিল। পরে তা উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার বালিজুড়ী তারতাপাড়া বাজার গ্রামের হাফিজুর রহমানের সুপারি বাগানে ঘের দেয়া জালে ধরা পড়ে সাপটি।

স্থানীয়রা জানায়, সম্ভবত ওই বাগানে ঢোকার সময় জালে জড়িয়ে পড়ে সাপটি। বিশাল আকৃতির এই সাপের নড়াচড়া লোকজনের চোখে পড়লে হৈচৈ পড়ে যায়। কিছু লোক মিলে জাল ছিঁড়ে সাপটিকে উঠানে এনে রাখে। সাপটি লম্বায় ১০ হাত। বিশাল আকৃতির এই অজগর সাপটিকে দেখতে ভিড় জমায় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

মাদারগঞ্জ থানার ওসি মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে ওই এলাকায় দ্রুত পুলিশ পাঠাই যাতে সাপটিকে কেউ মেরে ফেলতে না পারে। তাৎক্ষণিক শেরপুর বন বিভাগকে জানানো হয় বিষয়টি। পরে বন বিভাগের লোক এলে সাপটিকে হস্তান্তর করা হয়।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |