ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জুয়া খেলার সময় ইউপি সদস্য আটক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৮ জুলাই ২০২১ , ১১:২৬ এএম


loading/img
জুয়া খেলার সময় ইউপি সদস্য আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জুয়া খেলা অবস্থায় এক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শনিবার (১৭ জুলাই) রাতে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার সুমন কুমার মহন্ত। 

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে এমাজ উদ্দিন (৫০) এবং একই উপজেলার মৃত বিনোদ চন্দ্র সরকারের ছেলে শ্রী বিমল চন্দ্র সরকার। 

শনিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রাম থেকে এমাজ উদ্দিন (৫০) ও শ্রী বিমল চন্দ্র সরকারকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

বিরামপুর থানার অফিসার সুমন কুমার মহন্ত আরটিভি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রামচন্দ্রপুর এলাকায় জুয়া খেলা হচ্ছে। পরে সেখানে এসআই শাহীন শেখসহ কয়েকজন পুলিশ সদস্যকে পাঠিয়ে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয় এবং ৭ থেকে ৮ জন পালিয়ে যায়। এ বিষয়ে বিরামপুর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। 

মামলা দায়ের পূর্বক রোববার (১৮ জুলাই) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমআই  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |