ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

স্বামীর পরকীয়ায় বাধা, স্ত্রীকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জুলাই ২০২১ , ১০:১৫ পিএম


loading/img
কালিহাতী থানা

টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী আমিনাকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতানের (৩৫) বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

সুলতান পুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে। আমিনার পরিবারের লোকজনের অভিযোগ, সুলতানের পরকীয়ায় বাধা দেয়ায় আমিনাকে হত্যা করে বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। পরে তারা ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার চালায়। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ আমিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

জানা যায়, একযুগ আগে কালিহাতী উপজেলার পুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে সুলতানের সঙ্গে ঘাটাইল উপজেলার বগাজান গ্রামের আমজাদ আলীর মেয়ে আমিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। সন্তান নিয়ে সুখেই চলছিল সুলতান-আমিনার সংসার। সম্প্রতি সুলতান পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মাঝে মধ্যেই স্ত্রী আমিনাকে মারপিট করত সুলতান। আজ সকালে বাড়ির পাশে আমিনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে সুলতান ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

নিহত আমিনার ভাই সাদিকুল ও মা সুফিয়া বেগম জানান, তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে। এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে আমিনার স্বামী সুলতান। আমিনা এ পরকীয়ায় বাধা দেয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এরই জের ধরে শুক্রবার সকালে আমিনাকে তার স্বামী সুলতান, শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে বেধড়ক মারপিট ও শ্বাসরোধে হত্যা করে। এরপর বাড়ির একটি গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রেখে এটিকে আত্মহত্যা বলে প্রচার করে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূ আমিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার কারণ জানা যাবে।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |