ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২১ আগস্ট ২০২২ , ১০:৪২ এএম


loading/img

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রায় চার শতাধিক গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আমজাদ হোসাইন বাদী হয়ে শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

এলাকাবাসী জানায়, আমজাদ নিজের জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগান, কিন্তু গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা চারাগুলো উপড়ে ফেলে।

বিজ্ঞাপন

আমজাদ হোসাইন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ লিটনসহ তার লোকজন বিভিন্ন সময় আমাদের ওপর নানাভাবে অন্যায়-অত্যাচার করে আসছে। এর জেরে ওই দিন রাতে আমার বাগানের প্রায় চার শতাধিক গাছের চারা উপড়ে ফেলে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে আমার। 

অভিযুক্ত লিটন বলেন, জমি নিয়ে আমাদের সঙ্গে তার বিরোধ থাকলেও চারাগুলো আমরা উঠাইনি। 

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |