ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ভাসুরের বিরুদ্ধে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৪ জুলাই ২০২১ , ১১:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

ফেনীর সোনাগাজী দক্ষিণ পূর্ব চর ছান্দিয়ার পল্লী চিকিৎসক সুরেশ চন্দ্র দাসের বিরুদ্ধে এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। 

বিজ্ঞাপন

অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের গোপাল আমিনের ছেলে সুরেশ দাস। তিনি পৌর শহরের মাহবুব চেয়ারম্যান বাড়ির দরজায় বিশখা মেডিশপের মালিক। 

শনিবার (২৪ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, সুরেশ চন্দ্র দাস তার মৃত দুই ভাইয়ের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে রেখেছে। অভিযোগ উঠেছে মৃত আপন দুই ছোট ভাইয়ের স্ত্রীদের বিভিন্ন সময় শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় সুরেশ। তাদেরকে মধ্যরাতে নানা কুরুচিপূর্ণ বাক্য উচ্চারণ করে ডাকতে থাকেন। অশ্লীল ছবি ও ভিডিও ক্যামরায় ধারণ করে সংবাদ সম্মেলনে তুলে ধরেন দুই গৃহবধূ।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, সুরেশের অত্যাচার থেকে রেহাই পেতে তারা বিভিন্ন সময় স্বামীর ভিটে ছেড়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এখনো তারা সুরেশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

গত ২০ জুলাই এ ব্যাপারে সুরেশ চন্দ্র দাসের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত গৃহবধু। সুরেশ চন্দ্র দাসের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ধর্ষণচেষ্টা ও শ্লীনতাহানির অভিযোগ উঠেছিল। তার অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পেতে নির্যাতিতরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ অস্বীকার করে সুরেশ আরটিভি নিউজকে জানান, গোসল শেষে ঘরে ফেরার পথে লুঙ্গি সরে যাওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে তাকে হেনস্তা করার পায়তাঁরা হচ্ছে। এ ঘটনায় তিনিও থানায় পাল্টা অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলায়েত হোসেন আরটিভি নিউজকে জানান, গৃহবধূর লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী এবং নির্যাতিত গৃহবধূদের সঙ্গে তিনি কথা বলেছেন। দ্রুত আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |