নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মার মৃত্যুতে সমবেদনা জানাতে তার বাড়িতে গেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার হারুন অর রশীদ।
শনিবার (৩১ জুলাই) দুপুরে মেয়র আইভীর বাসায় গিয়ে সমবেদনা জানান তিনি।
এ সময় পরিবারের পক্ষ থেকে পুলিশের এই কর্মকর্তার সঙ্গে দীর্ঘ পৌনে এক ঘণ্টা কথা বলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
একই সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যদের মধ্যে মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপন, আহাম্মদ আলী রেজা উজ্জল ও মেয়ের জামাতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির।
জিএম