ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিয়ের প্রলোভনে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০১ আগস্ট ২০২১ , ০৯:০৮ পিএম


loading/img
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপু উপজেলায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (১ আগস্ট) তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার (৩১ জুলাই) রাতে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা জানান, শনিবার (৩১ জুলাই) রাতে উপজেলার চৌডালা এলাকার ওই কলেজছাত্রীর বাড়ি থেকে কলেজছাত্র গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়ার আ. মজিদের ছেলে ইব্রাহিমকে (২২) গ্রেপ্তার করে পুলিশে দেন স্থানীয়রা। পরে তাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, ইব্রাহিম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছে। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় রোববার (১ আগস্ট) গোমস্তাপুর থানায় তিনি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।

এদিকে ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা আজ রোববার সম্পন্ন হয়েছে। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |