কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ৬ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত-দিনের চেয়ে কমে ৩৬.৭৬ শতাংশ হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২০৮ জন করোনা রোগী।
তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ একই অবস্থা আছে। ২শ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে গতকালের চেয়ে একজন কমে এখন ভর্তি আছে ২২৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৮৮ জন। বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৩শ ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৫৮৯ জনের মৃত্যু হলো।
জিএম