ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাসা খুঁজতে যাওয়া তরুণীকে ধর্ষণচেষ্টায় আটক যুবক

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ , ০৯:৫৭ পিএম


loading/img
বায়েজিদ বোস্তামি থানা (ফাইল ছবি)

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বন্ধুর সঙ্গে বাসা খুঁজতে যাওয়া এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মুরাদ হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মুরাদ বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও মাইজপাড়ার আলী আহম্মদের বাড়ির মো. সাবের আহম্মদের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ঘটনার শিকার তরুণীকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি গার্মেন্টসে কাজ করেন ওই তরুণী। গার্মেন্টসটিতে দুই বেলা কাজ হয়। রাত ১১টার সময় গার্মেন্টস ছুটি হলে মেয়েটি তার এক বন্ধুকে নিয়ে বাসা খোঁজার জন্য বের হয়। তারা দুইজন ফৌজি ফ্লাওয়ার মিলের সামনে গেলে মো. মুরাদ হোসেন ও তার সহযোগী ভিকটিমের বন্ধুকে মারধর করে ভিকটিমকে তুলে নিয়ে যান। পাহাড়ের দিকে ভিকটিমকে নেওয়ার সময় ভিকটিম চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। এক পর্যায়ে ধর্ষকের হাত থেকে নিজেকে রক্ষার জন্য আসামিকে ধাক্কা মেরে পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকেন। ভিকটিমের বন্ধু টহল পুলিশকে ঘটনাটি জানালে পুলিশের দুটি টিম পাহাড়ে তল্লাশি চালিয়ে ভিকটিমকে রাত দুইটার সময় অন্য একটি পাহাড় থেকে উদ্ধার করে। 

বিজ্ঞাপন

শুক্রবার বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভিকটিম একটি গার্মেন্টসে চাকরি করেন। বৃহস্পতিবার রাত ১১টায় ভিকটিম তার এক বন্ধুকে সাথে নিয়ে ভাড়া বাসা খুঁজতে বের হন। সম্পূর্ণ ফিল্মি কায়দায় মুরাদ ও তার বন্ধুরা মেয়েটিকে তুলে নিয়ে যায়। মেয়েটির বন্ধু টইল পুলিশকে ঘটনাটি সঙ্গে সঙ্গে জানালে পুলিশের দুটি টিম পাহাড় ঘেরাও করে। পরে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী পাহাড়ে তল্লাশি চালিয়ে রাত চারটার দিকে মুরাদকে আটক করা হয়। 
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |