ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

চলমান টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে জুয়ার আসর, আটক ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৭ আগস্ট ২০২১ , ০৬:৫২ পিএম


loading/img
আটককৃত আসামিরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায়  ৯ জুয়াড়িকে আটক করেছে র‍্যাব। একই সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (৬ আগস্ট) তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. রুকু মিয়া (আলম) (২৪), সুমন মিয়া (২৮), শান্ত ইসলাম (২৬), সেন্টু হোসেন আমির (৩২), মো. মনির হোসেন (৩৮), মো. সবুজ হাওলাদার (২৫) ও মো. শাহিন (২০), মো. হাসান (৩২), মো. শামীম ভূঁইয়া (২৯)।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, আটককৃতরা উপজেলার সানারপাড় এলাকার মেঘল টি স্টোর নামে একটি দোকানে টাকার বিনিময়ে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়া খেলছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, টি দোকানের ভেতর বেশ কিছুদিন ধরে টাকার বিনিময়ে টি-২০ ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলাকে কেন্দ্র করে কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে এই জুয়ার আসর চলত। আটককৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |