ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের চাপ

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১১ আগস্ট ২০২১ , ০১:৫২ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

লকডাউন শিথিল করায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় লঞ্চে মানুষের চাপ বেড়েছে। বুধবার (১১ আগস্ট) বেলা ১২টায় সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। 

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার (১১ আগস্ট) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বড় কোনো ফেরি চলাচল করতে দেখা যায়নি। এ রুটে ৫টি ছোট ফেরি চলাচল করছে। তবে ওই সমস্ত ফেরি দিয়ে ভারী কোনো যানবাহন পারাপার করা হচ্ছে না। 

বিজ্ঞাপন

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহামেদ বলেন, ফেরি ঘাটে ৫টি ফেরি চলছে। ফেরি কম চলায় গাড়ির চাপ রয়েছে। ফেরি দিয়ে ঘাট থেকে এখনো কোনো ভারী যানবাহন পারাপার করা হয়নি।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের নদীবন্দর কর্মকর্তা মো. সোলাইমান বলেন, বর্তমানে ঘাটে ৮৭টি লঞ্চ চলছে। যাত্রীরা লঞ্চ-যোগে পদ্মা নদী পারাপার হচ্ছে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৯ আগস্ট সন্ধ্যার দিকে পদ্মা সেতুর ১০ নং পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। তারপর থেকে এই রুটে ফেরিতে ভারী যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |