ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

২০০ টাকা চাওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ , ০৯:২৫ এএম


loading/img
আটককৃত সোহেল

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাজার করার জন্য ২০০ টাকা চাওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম করেছে সোহেল নামে এক যুবক। এ সময় সে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।   

বিজ্ঞাপন

বুধবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে বেলগাছি গ্রামের বকচরপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। একই সঙ্গে সোহেলকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়। 

স্থানীয়রা জানান, বুধবার (১১ আগস্ট) রাতে সোহেল বাড়ি ফিরলে তার মা বাজার করার জন্য ২০০ টাকা চায় ছেলের কাছে। এতে ক্ষিপ্ত হয়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সোহেল। একপর্যায়ে সোহেল কোদাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে এবং হাসুয়া দিয়ে বাবা-মা দুই জনকেই জখম করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ সময় সোহেল ঘরের দরজা বন্ধ করে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। 

বিজ্ঞাপন

সোহেলের মা শাবানা খাতুন বলেন, আমার এক মেয়ে, দুই ছেলে। সোহেল সবার ছোট। মাদকাসক্ত হওয়ায় সোহেলের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। বাজার করার জন্য ছেলের কাছে ২০০ টাকা চেয়েছিলাম। টাকা তো দিলোই না বরং আমাকে আর আমার স্বামীকে কুপিয়ে জখম করেছে। 

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, সোহেল এর আগে মাদক সেবনের জন্য জেল খেটেছে। আত্মহত্যার চেষ্টা ও মাদক সেবনের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |