ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলে দেবে গেছে সেতু

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

শনিবার, ১৪ আগস্ট ২০২১ , ১০:৪৭ পিএম


loading/img
দেবে গেছে সেতু

অতিরিক্ত বালু বোঝাই ট্রাকের অবাধ চলাচল ও পাশ থেকে মাটি খননের ফলে সিরাজগঞ্জের কাজিপুরের বরইতলা-উদগাড়ীর মাথাইলচাপড় সড়কের একটি সেতু দেবে গেছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ আগস্ট) সকালে সেতুটিতে ফাটল ধরতে দেখা যায়। এক পর্যায়ে দেবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে ওই এলাকার মানুষ।

স্থানীয়রা জানান, ওই সেতুর ওপর দিয়ে দিনে রাতে অতিরিক্ত বালু-বোঝাই ট্রাক চলাচল করে। শনিবার (১৪ আগস্ট) সেতুটিতে ফাটল ধরা অবস্থায় বেশকটি বালু বোঝাই ট্রাক পারাপার হয়েছে। এরপর ফাটল আর বেশি দেখা দেয়। এছাড়া কিছুদিন আগে জলাবদ্ধতা দূরীকরণে খাল খননের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। সেতুটির নিচেও খনন কাজ চালানো হয়। এর ফলে সেতুর নিচ থেকে মাটি সরে যায়। 

বিজ্ঞাপন

গত কয়েকদিনের ভারী বর্ষণে ওই খালে পানি প্রবাহ বেড়ে যায়। এ অবস্থায় সেতুটির ওপর বালু বোঝাই ট্রাক উঠলে কাঁপতে থাকে। এক পর্যায়ে শনিবার (১৪ আগস্ট) সকালে সেটা দেবে যায়। বিকল্প কোন সড়ক না থাকায় চলাচলে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম ও হায়দার আলী আরটিভি নিউজকে বলেন, অতিরিক্ত বালু-বোঝাই ট্রাক চলাচলেই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে এলাকাবাসীদের। 

বিজ্ঞাপন

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী আরটিভি নিউজকে বলেন, আমরা খবর পেয়েছি। উপজেলা ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই সেখানে বিকল্প রাস্তা করে দেয়া হবে। 

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |