গাজীপুরে আলেমা টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার (১৬ আগস্ট) সকাল ৬টা ৮মিনিটে আলেমা টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগার সংবাদ পায়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুন বাড়তে থাকায় কাশিমপুর, টঙ্গীসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে। পরে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জিএম/পি