কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প থেকে রোহিঙ্গা নারী ধর্ষণের অভিযোগে ২ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি, শেড-৮৮৮ এর কাসেমের ছেলে সিরাজুল ইসলাম (২২) ও একই ব্লকের জাফর আহাম্মদের ছেলে উমর ফারুক (২১)।
এসপি তারিকুল ইসলাম জানান, রোববার (১৫ আগস্ট) বিকেলে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সির এক রোহিঙ্গা নারীকে তার বসতঘর সংলগ্ন টয়লেটে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় আটককৃত আসামিরা। পরবর্তী সময়ে এ বিষয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে কোনো আইনের আশ্রয় না নেয়ার জন্য হুমকি প্রদান করে তারা। পরে ভুক্তভোগী তার ব্লকের মাঝিসহ এপিবিএন ক্যাম্পে ঘটনা জানালে নয়াপাড়া এপিবিএন অফিসার ও ফোর্স তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভুক্তভোগী ও অভিযুক্তদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জিএম