ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, চিঠি দিয়ে হুমকি 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০২:০৮ এএম


loading/img
ছবি: আরটিভি

‘আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু’ কথাগুলো লিখে ডাকাতি করার উদ্দেশ্যে গত ২৫ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আ. রউফ ভূইয়াসহ পাশাপাশি দুই বাড়িতে অজ্ঞাত ডাকাতদল চিঠি পাঠিয়েছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আবারও মঙ্গলবার (১লা এপ্রিল) গভীর রাতে অজ্ঞাত ডাকাতদল সাদা কাগজে ‘আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু’ এই কথা লিখে বাড়ির দেয়ালে টানিয়ে রাখে। 

এই দৃশ্য দেখে সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আ. রউফ বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরবর্তীতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমানকে অবগত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

বিজ্ঞাপন

ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূইয়া জানান, গত ২৫ মার্চ অজ্ঞাত ডাকাতরা আমার বাড়িতে ও দলিল লিখক আ. রউফের বাড়িতে ডাকাতি করবে এ কথা লিখে চিঠি রেখে গেছে। 

পরবর্তীতে আবারও গত মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে ‘আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ’ এই কথা লিখে রাখে। এ ঘটনার পর আমরা পরিবার নিয়ে আতংকের মধ্যে আছি। 

তিনি আরও বলেন, আমাদের সাথে কারোর কোন শত্রুতা নেই, তবে জায়গা জমি নিয়ে প্রতিবেশির সাথে একটা মামলা চলমান আছে।

বিজ্ঞাপন

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ডাকাতি করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |