ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বিয়ে বাড়িতে আগুন 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৬ আগস্ট ২০২১ , ০১:৩১ পিএম


loading/img
কোম্পানীগঞ্জে বিয়ে বাড়িতে আগুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি বিয়ে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাইলওয়ালা বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

জানা গেছে, সোমবার (১৬ আগস্ট) ভোরে বিয়ে বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে সব পুড়ে ছাই হয়ে যায়। বিয়েবাড়ি হওয়ায় আত্মীয়-স্বজনের ভিড়ও ছিল অনেক বেশি।

বিজ্ঞাপন

বিয়ে বাড়ির লোকজন জানান, রোববার (১৫ আগস্ট) আবদুর রবের ছেলে আবদুর রহিমের বিয়ের অনুষ্ঠান হয়। সোমবার (১৬ আগস্ট) বৌভাতের অনুষ্ঠান ছিল। এ ঘটনার পর সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মো. জামিন মিয়া বলেন, বিয়ে বাড়ির আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জিএম/এম  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |