সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলার ছাতিয়ান দীঘি এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আব্দুর রহমান (১৮) নামে এক ডেকোরেটর অপারেটরের মৃত্যু হয়। সে তাড়াশ উপজেলার কুসুম্বি গ্রামের মৃত দেল মাহদুলের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নিজ বাড়ীতে তাঁতের সুতা তৈরীর কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে নুরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রায়গঞ্জ উপজেলার ডাক্তারপাড়া গ্রামে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত দানেজ আলীর ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএন