প্রতিদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সোমবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত জেলার ৪টি উপজেলার পদ্মা তীর সংলগ্ন নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। এতে সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার বেরিবাধের বাইরের দশটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। সেখানে তারা খাদ্য ও স্যানিটেশনের অভাবে চরম বিপাকে রয়েছে তারা। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।
সেই সাথে ওই সব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। দেখা দিয়েছে গবাদি পশুর খাবারের সংকটও। তলিয়ে গেছে ক্ষেতের ফসল। তবে পানি বন্দি মানুষ এখনো সরকারি বা বেসরকারি কোনা সাহায্য মেলেনি।
পানি উন্নয়ন বোর্ড আরটিভি নিউজকে জানিয়েছেন, পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। আগামী আরও দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।
এমআই