ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় এডিস মশা নিধনে ব্যর্থতার দায়ে দুই সিটির মেয়রের পদত্যাগ চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ।
শনিবার (২৮ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে এক সভায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের পদত্যাগ দাবি করেন ইসলামী আন্দোলন নেতা মাসউদ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে করেছিলেন মাসউদ।
তিনি বলেন, মশা নিধনে সিটি করপোরেশন বাজেট করে আর ফটোসেশন করে। যা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। মশা নিধনের নামে ফটোসেশন ও দলীয় প্রচারণা নগরবাসীর সঙ্গে তামাশা ছাড়া কিছুই না। মশা নিধনে টেকনিক্যাল কমিটি ও কীটতত্ত্ববিদদের পরামর্শ কতটুকু মূল্যায়ন ও গ্রহণ করা হয় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
দুই সিটির মেয়রের উদ্দেশ্যে মাসউদ বলেন, নগরবাসীর প্রতি আন্তরিক হয়ে দিনরাত পরিশ্রম করে নগরকে বসবাসের উপযোগী করে তুলন। যদি আপনারা তা করতে না পারেন তবে ব্যর্থতার দায় নিয়ে দ্রুত পদত্যাগ করুন। নগরবাসীর প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং সমস্যা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিকে নগরপিতা বানাতে হবে।
এফএ