ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পরশুরামে বাড়তি দামে সার বিক্রি, দোকানে তালা দিলেন মেয়র  

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১ , ০৭:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ফেনী জেলার পরশুরাম উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সার ডিলারদের দোকান বন্ধ করে দিয়েছেন পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে পরশুরাম বাজারের সারের দোকান বন্ধ করে দেন পৌর মেয়র।

কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরশুরাম উপজেলার অনুমোদিত ডিলাররা সরকারের নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা প্রতি বস্তায় ৩০০ থেকে ৪০০/ টাকা বেশি দামে বিক্রি করে যাচ্ছে। সার ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে বাড়তি দামে সার কিনতে বাধ্য করছে। 

বিজ্ঞাপন

পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌর এলাকার  অসংখ্য কৃষক চলতি মৌসুমে একাধিকবার পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অভিযোগ করেও কোন সুফল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্ধ  কৃষকরা বৃহস্পতিবার পৌর মেয়রের কাছে অভিযোগ দেন।

পরশুরাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় সাতটি অনুমোদিত ডিলার রয়েছে- হাবিব হাবিব ট্রেডার্স, পরশুরাম বাণিজ্য বিতান, আলী আশরাফ, ইউনুস এন্ড ব্রাদার্স, দাউদ এন্ড ব্রাদার্স, মেসার্স আব্দুল খালেক, মেসার্স জামাল উদ্দিন।

পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খুরশিদ হাসান আরটিভি নিউজকে জানান, বাড়তি দামে সার বিক্রির অভিযোগ তিনি শুনেছেন। বৃহস্পতিবার  সকাল থেকে সারের দোকান বন্ধ করার বিষয়টিও তিনি শুনেছেন বলে জানান। 

বিজ্ঞাপন

পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল আরটিভি নিউজকে জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরশুরাম বাজারের সার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদেরকে বাড়তি দামে সার কিনতে বাধ্য করছে। সরকারের নির্ধারিত দামে বিক্রির প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে বলে তিনি জানান।

এসজে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |