ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ , ০৮:৪৪ পিএম


loading/img
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

লক্ষ্মীপুরের রামগঞ্জের করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক মুজিবের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করলেই ইউপি সদস্যদের নাজেহাল ও হয়রানি শিকার হতে হয়। এসব অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগের কথা জানান ওই ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য।

তারা অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার কয়েক মাস পর থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে তাদের সম্মানি ভাতাও বন্ধ করে রেখেছেন চেয়ারম্যান মজিবুল হক।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন অভিযোগ করে আরটিভি নিউজকে বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই চেয়ারম্যান মজিবুল হক মজিব সদস্যদের নিয়ে কোনো ধরনের মাসিক সভা, প্রকল্পের বিপরীতে সভা ও ত্রাণসামগ্রী বিতরণ নিয়ে কোনো ধরনের সভা না করেই নিজস্ব বাহিনীর মাধ্যমে তা করে যাচ্ছেন।

এছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদানে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করেন তারা। বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুক্তিযোদ্ধা লিয়াকত উল্যা, শাহ্ আলম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মরিয়ম বেগমসহ স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

এমআই/পি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |