ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহে আটক ৪ জঙ্গি দুই দিনের রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ সেপ্টেম্বর ২০২১ , ০৯:১৩ পিএম


loading/img
আটককৃত আসামিরা

ময়মনসিংহে ব্যাংক ডাকাতি করতে আসা জেএমবির ৪ সদস্যের ২দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিজ্ঞাপন

রোববার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এ আদেশ দেন।  এর আগে র‌্যাব-১৪'র সুবেদার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে শনিবার (০৪ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় লিখিত আবেদন করলে পুলিশ সন্ত্রাস-বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে। পরে ওই মামলায় পুলিশ রোববার (৫ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করে।  

জেএমবির ৪ সদস্য হলেন, ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা শেষে ৪ জঙ্গিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর হয়। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |