ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই খান সিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও শুভপুর ইউনিয়নের উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের খান সিটি সেন্টারের সামনে একটি কার্ভাডভ্যান সাইফুল ও আরিফকে ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে পাশের কমপোর্ট হাসপাতালে নেয়া হলে আরিফুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
জিএম