ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

স্কুলের ছাদে রাতভর নির্যাতন, সকালে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ০৬:০৩ পিএম


loading/img
নিহত বিপ্লব ফকির

মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় পাবনার ঈশ্বরদীতে বিপ্লব ফকির (২৪) নামে এক যুবককে সারা রাত বেঁধে রেখে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (২ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

নিহত যুবক ঈশ্বরদী উপজেলার চররুপপুর জিগাতলা গ্রামের পান্না ফকিরের ছেলে বিপ্লব। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, চররুপপুর জিগাতলা গ্রামের পলাশ হোসেনের ছেলে অন্তর (২৮) ও শান্ত (২২)। 

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বেশ কিছুদিন আগে বিপ্লব ও তার চাচা রতন মিলে শান্তকে মারধর করেছিলেন। মূলত তার প্রতিশোধ নিতেই শুক্রবার (১ অক্টোবর) রাতে বিপ্লবকে পিটিয়ে জখম করে শান্ত ও তার বড় ভাই অন্তর। এতে বিপ্লব জ্ঞান হারালে ওই দুই ভাই মিলে তাকে চররুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ফেলে রাখেন।

বিপ্লবের বাবা পান্না ফকির বলেন, প্রতিবেশীর মাধ্যমে সংবাদ পেয়ে শনিবার (২ অক্টোবর) সকাল ৯টায় স্কুলের ছাদ থেকে বিপ্লবকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। বিপ্লবের সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বিপ্লবের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জিএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |