চুয়াডাঙ্গায় দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ্যপানে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অসুস্থরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার দুলাল আলীর ছেলে হৃদয় (২৬), একই এলাকার সম্রাট (২৬), আবদুস সালাম (২৮) ও মানিক দাস (২৪)। কর্তব্যরত চিকিৎসা তাদের অবস্থা গুরুতর হওয়ায় চারজনকেই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক শাহিন সংবাদমাধ্যমকে বলেন, পূজার সময় তারা অতিরিক্ত মদ্যপান করেছে। পরে অসুস্থ হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন সংবাদমাধ্যকে বলেন, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছিল। পরে তাদের চিকিসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এমআই/টিআই