ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৮ অক্টোবর ২০২১ , ০১:৫৮ পিএম


loading/img
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন

কিশোরগঞ্জ সদর উপজেলায় কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসীম উদ্দিন (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৮ অক্টোবর) সকালে আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্ষা গ্রামের মো. আবদুল মজিদের ছেলে।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মনাকর্ষা গ্রামের জসিম উদ্দিনের লোকজনের সঙ্গে বাচ্চু মিয়ার লোকজনের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে বাজারে ধান বিক্রি করতে যাওয়ার পথে কৃষক বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করেন জসিম উদ্দিন ও তার ভাইয়েরা। পরে এ ঘটনায় নিহত বাচ্চুর ভাই হারুন অর রশীদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওইদিন কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সোমবার (১৮ অক্টোবর) সকালে এ রায় ঘোষণা করেন।

জিএম/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |