ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

প্রেমিকাকে রাস্তায় ফেলে পালালেন মোমিন 

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ অক্টোবর ২০২১ , ০৯:২৩ এএম


loading/img
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাসার সামনে অনশনে বসেছেন এক প্রেমিকা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অভিযুক্ত ব্যক্তি উপজেলার নাজিরপুর ইউনিয়নের হামিদ আলীর ছেলে মোমিন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের হামিদ আলীর ছেলে মোমিন আলীর সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর সঙ্গে প্রায় ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মোমিন। পরে বিয়ের কথা বললেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন মোমিন।

বিজ্ঞাপন

এদিকে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে মেয়েটি মোমিনের বাড়িতে এসে ঢুকলে তাকে মোমিন ও তার পরিবারের সদস্যরা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেট তালা দিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রী বিয়ের দাবিতে মোমিনের বাড়ির গেটের সামনের রাস্তায় অনশন শুরু করেন। পরে মোমিনের এক প্রতিবেশী তার বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেন।

ভুক্তভোগী ছাত্রী জানান, মোমিন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। পরে তাকে বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

এ বিষয়ে মোমিন আলী ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জিএম 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |