ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

জিজ্ঞাসাবাদের ভিডিও ফেসবুকে প্রচার করায় ওসিকে প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ অক্টোবর ২০২১ , ১১:৩২ এএম


loading/img
শেখ নাজিম উদ্দিন

সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ অক্টোবর) তাকে এ আদেশ দেওয়া হয়। তাকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ফেসবুক ভিত্তিক কথিত অনলাইন টিভি চ্যানেল প্রচার হওয়ার পর একাধিক সংবাদ মাধ্যমে এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক সমালোচিত হয় বিষয়টি। এ ঘটনার তদন্তের পর অবশেষে ছাতক থানার ওসিকে প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিলাল হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |