ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সাম্প্রদায়িক সহিংসতা : এক শিক্ষার্থীর ব্যতিক্রমী প্রচারণা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ , ০৮:০৭ পিএম


loading/img
শিক্ষার্থী সাইফুল ইসলাম

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পঞ্চগড়ে সাইফুল ইসলাম শান্তি নামে এক শিক্ষার্থী ফেস্টুন ও মাথায় কাগজের টুপি পরে ক্যাম্পেইন করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে হ্যান্ডমাইকে এই প্রচারণা শুরু করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী।  তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার আমলাহার গ্রামে।

জানা গেছে, শরীরের সামনে ও পেছনে ফেস্টুন এবং মাথায় ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই’ লেখা সম্বলিত টুপি পরে এই প্রচারণা শুরু করেন তিনি। পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গি মোড় এবং সিনেমা হল সড়কের কয়েকটি স্থানে হ্যান্ডমাইক দিয়ে ব্যতিক্রমী এই প্রচারণা চালান সাইফুল।

বিজ্ঞাপন

তিনি হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যারা হিন্দুদের জান-মাল, ঘর-বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে বা ভবিষ্যতে যদি কেউ এ ধরনের হামলা করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করার জোর দাবি জানাচ্ছি।

এর আগে সাইফুল ২০১৯ সালে ছেলে ধরা, প্রশ্নপত্র ফাঁস এবং রিফাত শরীফ হত্যার প্রতিবাদেও জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছিলেন। করোনাকালে জনসচেতনতায় বিভিন্ন কর্মসূচিও পালন করেছিলেন এই শিক্ষার্থী।

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |