পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৩) কুপিয়ে হত্যা করেন স্বামী। এরপর নিজেই শুক্রবার (২২ অক্টোবর) সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।
অভিযুক্ত আব্দুস সত্তার শেখ (৫০) সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাহমিনা বেগমের স্বামী আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু তা পরিশোধ করতে পারেননি। এ ঋণের কারণে তাদের মধ্যে প্রায়ই কলোহ লেগে থাকত। এতে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সত্তার।
এদিকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিনগত রাতে সত্তার তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করে। পরে শুক্রবার (২২ অক্টোবর) ভোরে আব্দুস সত্তার তার ছোট মেয়ে সাদিয়া আক্তারকে (৫) সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাসুদুজ্জামান বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। স্ত্রীকে হত্যাকারী স্বামী আব্দুস সত্তারকে আটক করা হয়েছে।
জিএম/এসকে