ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

‘দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে’

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৩ অক্টোবর ২০২১ , ০৫:৪৩ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৩ অক্টোবর) সকালে নগরীতে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সাম্প্রতিক সময়ে দেশে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে তিনি বলেন, দুই বছর পর নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে। তবে সরকার এসব তৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান। এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে।এমনকি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনে আর্থিক সহায়তাও করছে, যা অন্যান্য দেশে বিরল। তিনি জানান, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ভারত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে। তবে ভারত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে বলে জানান তিনি। শুক্রবার দু’দিনের সফরে সিলেটে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

এদিকে শুক্রবার (২২ অক্টোবর) রাতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ‘সিলেটে বিনিয়োগের সুবিধাবলি’বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী।নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভায় গেস্ট অব অনার ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তুর্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির ডেপুটি কো-অর্ডিনেটর আহমেদ ফারুক মোস্তাকগ্লু। এছাড়া সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও তুরস্কের অনারারী কনসুল জেনারেল সালাউদ্দিন কাশেম খান অতিথি ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার (২৩ অক্টোবর) সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে মোমেন ফাউন্ডেশনের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এরপর ইমজা কার্যালয় পরিদর্শন শেষে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা গ্রহণ করেন। দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় ফিরে যান তিনি। এসব কর্মসূচিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |