ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী 

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ০৭:৫৭ পিএম


loading/img
শাবিপ্রবির দুই শিক্ষার্থী 

জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ও টেক্সট জায়ান্ট সাইট ফেসবুকে চাকরি পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী। চাকরি পাওয়া দুইজন হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম নাজিম উদ্দিন। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে তাদের চাকরির বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

লন্ডনে অবস্থিত ফেসবুকের ইউরোপিয়ান সদর দপ্তরে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারিতে যোগদান করবেন তারা।

চলতি বছরের জুনে ছয়টি ধাপে ভাইবার মাধ্যমে দক্ষতা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে উত্তীর্ণ হওয়ায় যোগদানের জন্য তাদের নিয়োগের প্রস্তাবনা পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

নিজের অনুভূতি জানিয়ে মওদুদ আহমেদ শাহরিয়ার আরটিভি নিউজকে বলেন, এটা আমার জন্য খুবই আনন্দের খবর। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামিংয়ের কম্পিটিশনে যুক্ত থাকার সুবাদে অনেক অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করি। ওই অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা ফেসবুকের ভাইভায় কাজে লেগেছে। ফেসবুকে বিশ্বের বিভিন্ন দেশের সফটওয়্যার প্রকৌশলীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতা পরবর্তীতে আরও বড় কাজে সাহায্য করবে। 

অন্যদিকে এম নাজিম উদ্দিন আরটিভি নিউজকে জানিয়েছেন, আমি খুবই আনন্দিত গুগল এবং ফেসবুকের মতো পৃথিবীর টপ টেক জায়ান্ট থেকে অফার পেয়ে।
 
২০১৪ সালে যখন প্রোগ্রামিং শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর টপক্লাস ইঞ্জিনিয়ারদের সঙ্গে টেক জায়ান্টে চাকরি করার। তারপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য। প্রস্তুতির সময়টুকু মোটেই সহজ ছিল না। কয়েকবার আবেদন করেও ব্যর্থ হই।

তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, চলতি বছরের মে ও জুনে ৬টা করে ইন্টারভিউ নেয় গুগল এবং ফেসবুক। সবগুলো ইন্টারভিউ ভালো হওয়ার পর দুই কোম্পানি থেকেই অফার করে। সবকিছু বিবেচনায় আমি ফেসবুকের লন্ডন অফিসের অফার গ্রহণ করি। মা-বাবা, বন্ধু, সিনিয়রসহ যারা আমাকে এই লম্বা প্রস্তুতির নেওয়ার সময়ে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বিজ্ঞাপন

মওদুদ আহমেদ শাহরিয়ারের বাড়ি সিলেটে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করে শাবিপ্রবিতে ভর্তি হন তিনি। অন্যদিকে এম নাজিম উদ্দিনের বাড়ি চাঁদপুরে। বিএএফ শাহীন কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করে শাবিপ্রবিতে ভর্তি হন তিনি। 

২০১৮ সালে চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্বের কম্পিউটার প্রোগ্রামিংয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘এসিএম আন্তর্জাতিক কলিজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায়’ (আইসিপিসি) শাবিপ্রবির টিম ‘সাস্ট ডেসিফ্রেডর’-এর সদস্য হিসেবে তারা অংশগ্রহণ করেন। এ ছাড়া পরের বছর পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোতে পর্বে অংশগ্রহণ করেন মওদুদ আহমেদ শাহরিয়ার।

এমআই/টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |