ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

হাকালুকি হাওরে বাড়ছে পর্যটকদের আগমন (ভিডিও)

চৌধুরী ভাস্কর হোম, আরটিভি নিউজ

রোববার, ৩১ অক্টোবর ২০২১ , ০৮:১৯ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার ইকো-ট্যুরিজম সম্পদে ভরপুর। দেশের সবচেয়ে বৃহৎ হাওর মৌলভীবাজারের হাকালুকির এখন ভরা যৌবন। 

বিজ্ঞাপন

হাকালুকির থৈই থৈই জলে সোনালি ঝিলিক আর বড় বড় ঢেউ। মৎস্য চাষিদের জালে আটকা রুপালি মাছ, মাঝি মাল্লার গলায় ভাটিয়ালি গানের সুর, ভাসমান বাঁশের ভেলা, দিগন্তজুড়ে রঙ্গিন আকাশ আর শীতল বাতাস। করোনার স্থবিরতা কাটিয়ে হাকালুকি হাওরের এই বিচিত্র রূপ উপভোগ করতে বাড়ছে পর্যটকদের সংখ্যা।

সিলেটি ভাষায় একটি প্রবাদ আছে ‘হাওরের মধ্যে হাকালুকি আর যত কুয়া, বেটা হইল মামন মনসুর আর যত পুয়’। অর্থাৎ এই হাওরের কাছে অন্যান্য হাওর কুয়ার (অনেক ছোট) সমান। যার ভেতরে রয়েছে ছোট বড় ২৪৫টি বিল। মৌলভীবাজার ও সিলেট জেলার ৬ উপজেলায় ১৮৪ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি। নানা জীব বৈচিত্র্যে ভরপুর এ হাওর শুধু কৃষির সম্ভারই নয়। এটি এখন পর্যটকদের প্রাণভরে নিশ্বাস নেওয়ার স্থান। এ হাওরে রয়েছে শতশত প্রজাতির মিঠা পানির মাছ ও রয়েছে জলজ উদ্ভিদ। আবার মাঝে মধ্যেই ভেসে আসে মাঝির কণ্ঠের সু মধুর গানের সুর। 

বিজ্ঞাপন

এদিকে মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভূকশিমূল, জুড়ি উপজেলার কন্টিনালা খেয়াখাট ও বড়লেখা উপজেলার খাল্লা এলাকায় পর্যটকদের জন্য হাওর ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের নৌকা পাওয়া যায়। আর পর্যটকদের নৌকায় হাওর ভ্রমণ করিয়ে জীবন-জীবিকা চলে এসব নৌকার মাঝিদের। তবে পর্যটকদের সুবিধায় কয়েকটি টাওয়ার ছাড়া তেমন কোন উন্নয়ন হয়নি। হাকালুকি হাওরে পর্যটন সুবিধা বৃদ্ধির দাবি করছেন তারা।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আরটিভি নিউজকে জানান, মৌলভীবাজারে হাকালুকি হাওরসহ জেলার সকল প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলোর সম্ভাবনাকে কাজে লাগাতে এবং বাস্তবায়নের লক্ষে কাজ করছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |