ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

রোববার, ২১ মে ২০১৭ , ০৮:৩১ এএম


loading/img

সিলেটে পাঁচ দফা দাবিতে আজ (রোববার) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে নগরে মাইকিং করে এ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, গেলো ১ মে  মহান মে দিবসের কর্মসূচিতে এক শ্রমিকনেতার অনুসারীরা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মিছিলে অনুপ্রবেশ করে অটোরিকশা ভাঙচুর করে। পরে ভাঙচুর করা ব্যক্তিদের বাদ দিয়ে নির্দোষ শ্রমিকনেতাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এ মামলা প্রত্যাহারসহ আরও কয়েকটি দাবিতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, দাবি মেনে নেয়ার ব্যাপারে স্থানীয় প্রশাসন উদ্যোগ না নিলে ধর্মঘট অব্যাহত থাকবে।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |