ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ০৪:৫০ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৬০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

এদিকে ভোট কারচুপির অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন আরটিভি নিউজকে জানান, প্রত্যেকটি কেন্দ্রে জাতীয় পার্টির কোন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। কোন কোন এজেন্ট কেন্দ্রে প্রবেশ করলেও আওয়ামী লীগের কর্মীরা তাদের বের করে দেয়। এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই নৌকায় ভোট দেন বলেও অভিযোগ করেন তিনি। 

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সম্ভব হয়নি। 

বিজ্ঞাপন

উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোক্তার হোসেন ও মোটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হুমায়ুন ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ ম্যাজিস্ট্রেটসহ পুলিশ আনসার মোতায়েন রয়েছে। এ আসনের উপনির্বাচনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার রয়েছেন ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর এই আসনের প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

জিএম/টিআই 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |