ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

চলছে না বাস-ট্রাক, ভোগান্তি চরমে

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১ , ০৫:২০ পিএম


loading/img
চলছে না বাস

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বাস ও ট্রাক সমিতির নেতারা বলছেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে বাস-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সারাদেশের প্রথম দিনের দুর্ভোগ নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

বিজ্ঞাপন

নওগাঁ :

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় নওগাঁয় অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বাস ও ট্রাক সমিতির নেতারা বলছেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে বাস-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ তেলের দাম সমন্বয় করছে।

শহরের ঢাকা বাসস্ট্যান্ড ও বালুডাঙা বাসস্ট্যান্ডে সকাল থেকেই সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাসগুলো। কোনো বাসই অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস নওগাঁ থেকে ছেড়ে যায়নি। অনেক বাস কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় করতে দেখা গেছে।

সিলেট:

বিজ্ঞাপন

যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে সিলেটের সড়কে দূরপাল্লার কোনো বাস কিংবা আঞ্চলিক সড়কগুলোতে মিনিবাসসহ কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অনেককে বাসটার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে। 

সড়কে যানবাহন না থাকায় শুক্রবার অনেকটা ছুটির আমেজে সিলেট নগরবাসী। রাস্তায় কিছু সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রিকশা চলাচল করতে দেখা গেছে। 

যশোর:

তেলের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে যশোরেও বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকরা। এর ফলে যশোর থেকে ২১টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সকালে মনিহার বাসটার্মিনালে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এ সময় তারা গাড়ি চলাচলে বাধা দেয়।

 লক্ষ্মীপুর:

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে বাস-ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের ধর্মঘট চলছে। ভোর থেকে ধর্মঘটের কারণে জেলায় বন্ধ রয়েছে গণপরিবহন। তবে ছোট ছোট যান বিশেষ করে সিএনজি ও রিকশা চলতে দেখা গেছে। তবে চালকরা ভাড়া বেশি দাবি করায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বরিশাল:

বরিশালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন ডাকে সারাদেশের ন্যায় বরিশালেও সব ধরনের পণ্য ও যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। 

কুষ্টিয়া: 

তেলের দাম এতটা বাড়ানো আগে সরকারের পক্ষ থেকে বাসের ভাড়া নির্ধারণ করা উচিত ছিলো। এর আগে গতকাল বৃহস্পতিবার সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাকে একাত্মতা প্রকাশ করে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক সংগঠনগুলো। 

হিলি: 

হিলির যাত্রী আমিরুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, জরুরি কাজে দিনাজপুরে যাওয়ার জন্য তিনি হিলি বাসস্ট্যান্ডে এসেছেন। কিন্তু আজ নাকি ধর্মঘট; যার জন্য হিলি থেকে দিনাজপুর, হিলি থেকে বগুড়া এবং জয়পুরহাট সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এখন যদি সিএনজি বা অটোরিকশায় যাই তবে দ্বিগুণ ভাড়া দিতে হবে। যার জন্য আমরা সাধারণ যাত্রীরা অনেক সমস্যায় রয়েছি। 

বাস-ট্রাক চালকরা জানান, মালিকরা আমাদের গাড়ি রোডে নামাতে নিষেধ করেছেন। সেই জন্য আমরা গাড়ি স্ট্যান্ডে বন্ধ করে রেখেছি। আমরা গরিব মানুষ কাজ করলে বেতন পাই, না করলে বেতন পাই না। সরকার গরিবদের কথা চিন্তা করে না। একবারে তেলের দাম বৃদ্ধি না করে অল্প অল্প করে বৃদ্ধি করলে আজ এই সমস্যায় পড়তে হতো না আমাদের। সরকার যদি তেলের দাম বিষয়ে সমাধানে না আসেন, তবে মালিকরা আরও কঠোর পদক্ষেপ নেবেন।

সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলা সড়ক বাস মালিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকিত মুকুল আরটিভি নিউজকে বলেন, যে পরিমাণে ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে, এই ভাড়াতে আমরা শ্রমিকদের মজুরি ও তেল খরচ দিয়ে লাভ কিছুই পাব না। এতে অনেক টাকা লোকসান গুনতে হবে আমাদের। যদি ডিজেলের দাম না কমানো হয়, তাহলে আমরা আমাদের সিদ্বান্তে অটল থাকব। 

এমআই/টিআই  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |