ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মাদকপাচারকারী আছাদুজ্জামান কনক অস্ত্রসহ আটক

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ০৫:১৩ পিএম


loading/img

মেহেরপুরের গাংনীর চিহ্নিত মাদকপাচারকারী আছাদুজ্জামান কনককে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গাংনী র‌্যাব ক্যাম্পের একটি টিম তাকে জোড়পুকুরিয়া বাজার থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

আছাদুজ্জামান কনক গাংনীর বামন্দী পশ্চিম পাড়ার গোলাম কাউছারের ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক আমান বান্না জানান, আছাদুজ্জামান কনক চিহ্নিত মাদকপাচারকারী। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র আইনসহ আটটি মামলা রয়েছে। স্থানীয় জোড়পুকুরিয়া বাজারে মাদকপাচার করা হচ্ছে মর্মে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আছাদুজ্জামান কনক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় তার দেহ তল্লাশি করে পাওয়া যায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান।

র‌্যাব সূত্রে জানা গেছে, অস্ত্র আইনে তার নামে একটি মামলা দায়ের করেছে র‌্যাব। ওই মামলার আসামি হিসেবে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। থানা থেকে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে।

এসএস/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |