ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বন্দুকযুদ্ধে স্বামীর মৃত্যুর পর ৫ কোটি টাকার মাদকসহ নারী আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ১০:৫৬ এএম


loading/img
আটককৃত নারী

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ নভেম্বর) রাত ১১টায় টেকনাফ নতুন পল্লানপাড়ার নিজবসতঘর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারী উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আলী হোসেনের মেয়ে গুলফরাজ (৩৫)। প্রায় ২ বছর আগে কথিত বন্দুকযুদ্ধে তার স্বামী মালেক মিস্ত্রি মারা যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রোববার (৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঘর থেকে এক কেজি ওজনের ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও সাড়ে ৫ হাজার নগদ টাকাসহ গুলফরাজকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামালা দিয়ে সোমবার (৮ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

জিএম/টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |