মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
বুধবার (১০ নভেম্বর) সকালে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বুধবার (১০ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী চান মিয়া শিকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. মিলন মিয়ার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও কমপক্ষে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয় প্রায় ২০ জন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসিরউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল ১১ নভেম্বর কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিএম/এসকে