ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ধানখেতে পাওয়া গেল হাতির মৃতদেহ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ০৩:৫১ পিএম


loading/img

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল বন বিভাগের অফিসের পাশে ধানখেতে একটি হাতির মৃত্যু হয়েছে। বিশাল দেহের হাতিটি মৃত অবস্থায় ধানখেতের মধ্যে পড়েছিল। স্থানীয় লোকজন মৃত হাতিটিকে দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে হাতিটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ নভেম্বর) এ ঘটনা ঘটে।

হাতির শরীরে কোনো আঘাত নেই। জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, শুক্রবার ভোর পাঁচটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ময়নাতদন্ত করার পরে জানা যাবে, হাতিটি কীভাবে মারা গেছে। গত বছরের জুন মাসে বৈলছড়ি ইউনিয়নের অইব্যার খীল নামক পাহাড়ি এলাকায় এক বন্যহাতির অস্বাভাবিক মৃত্যু হয়।

এমএন/টিআই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |