ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকায় জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে আয়োজিত এক সুহৃদ সমাবেশে তার হাতে আজীবন সদস্য সনদ তুলে দেন প্রেস ক্লাব নেতারা।
এতে বক্তৃতায় ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, হেফাজত তাণ্ডবের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সত্যকে সামনে তুলে ধরাই হলো সাংবাদিকদের কাজ, এতে কে খুশি হলো বা না হলো সেটা বিবেচ্য বিষয় নয়। তিনি মানুষের উপকার হয় এমন সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করার আহ্বান জানান।
তিনি সংবাদমাধ্যমকে আরও বলেন, দেশে যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে সেগুলো অবিশ্বাস্য। এই উন্নয়নের জন্য বিদেশিরাও আজকে বাংলাদেশের প্রশংসা করেন। বাংলাদেশ দুর্বার গতিতে সামনে যাচ্ছে। আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। আমাদের দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী।
এমআই/টিআই