ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফেসবুকে অস্ত্রের ভিডিও দিয়ে খুনের হুমকি, কারাগারে যুবক 

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ১০:৫৭ পিএম


loading/img
গ্রেপ্তারকৃত ব্যক্তি

ফেসবুকে অস্ত্রের ভিডিও দিয়ে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজপাড়া থানাধীন হড়গ্রাম কোর্ট বাজার এলাকার মো. ফারুকের ছেলে  মো. সোহাগ রেজা (৩২)। 

বিজ্ঞাপন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর মুখপাত্র ও অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ১৩ নভেম্বর দিনগত রাত সাড়ে ৩টায় সোহাগ রেজা নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডির মাধ্যমে অস্ত্র প্রদর্শনসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের হত্যার হুমকি দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পর নগরীর মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় কাশিয়াডাঙ্গা থানার একটি টিম গাজীপুরের শ্রীপুরে অভিযান পরিচালনা করে সোহাগ রেজাকে গ্রেপ্তার করা হয়। তাকে শনিবার (২০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |