ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ০৫:০৯ পিএম


loading/img
জাহাঙ্গীর আলম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযোদ্ধাদের নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মাদারীপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাবুল আকতার।

মামলার বিবরনে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম গত সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। গোপনে ধারণকৃত মেয়রের দেয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সাধারণ জনগনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ বিক্ষুব্ধ হয়েছে। পাশাপাশি দেশ ও সরকারের ভামূর্তি ক্ষুন্ন হয়েছে। 

বিজ্ঞাপন

এতে ন্যায় বিচারের স্বার্থে মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। 

মামলটি আমলে নিয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম পরবর্তি আদেশের জন্য রেখে দিয়েছেন। 

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |