ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

এক শ্বশুরের লোমহর্ষক কাণ্ড 

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ , ০৮:৫৩ পিএম


loading/img
ফাইল ছবি

লালমনিরহাটে জ্বরে আক্রান্ত পুত্রবধূকে ঘুমের ট্যাবলেট খাওয়ানোর পর অচেতন করে ধর্ষণ করে শ্বশুর। এ ঘটনায় শ্বশুর ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার অফিসের সম্মেলনকক্ষে জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা এ তথ্য জানান। এর আগে একই দিন সকালে উপজেলার পলাশি ইউনিয়নের মহিষাশ্বহর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উত্তর তালুকপলাশি গ্রামের ওই শ্বশুর (৪৮) ও তার এক সহযোগী (৫২)।

বিজ্ঞাপন

পুলিশ জানান, উত্তর তালুকপলাশী গ্রামের অটোচালক প্রায় ৩ মাস আগে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে নববধূ শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন। স্বামী দিনের বেলায় অটো চালাতে বাইরে ব্যস্ত থাকেন। তার শাশুড়িও অন্যের বাড়িতে কাজে যান। এ অবস্থায় শ্বশুর ও পুত্রবধূ বাড়িতে থাকেন। গত সপ্তাহে নববধূ জ্বরে আক্রান্ত হলে ওষুধ এনে দেন অভিযুক্ত শ্বশুর। এ সময় নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন তিনি। 

পরের দিনও শ্বশুর তাকে কুপ্রস্তাব দিলে পুত্রবধূ রাজি না হওয়ায় শ্বশুর মারধর করলে চোখে আঘাত পান তিনি। অবশেষে দ্বিতীয় দফায় পুত্রবধূকে ধর্ষণ করে শ্বশুর। এভাবে সপ্তাহ ধরে ধর্ষণের শিকার নববধূ বিষয়টি তার স্বামী ও শাশুড়িকে জানান। পরে শুক্রবার (৩ ডিসেম্বর) স্বামী অটোরিকশা নিয়ে বাইরে গিয়ে কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে নিজ চোখে অপকর্ম দেখে বাবার ওপর ক্ষিপ্ত হন। এ সময় লম্পট বাবাকে ধাওয়া করেও ধরতে পারেনি তিনি। এমনকি বিষয়টি মীমাংসা করার জন্য পুত্রবধূকে বিয়ে করতে চান শ্বশুর।

এদিকে গত ৫ ডিসেম্বর বিষয়টি নিয়ে বাবা-ছেলের মাঝে বিতর্ক হলে নিজবাড়িতে প্রকাশ্যে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান অটোচালক। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঘটনার তদন্তে নামে থানা পুলিশ। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি মহল নববধূকে জিম্মি করে রাখে।

অবশেষে সোমবার (৬ ডিসেম্বর) থানা পুলিশ অভিযান চালিয়ে নববধূকে উদ্ধার করে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে মহিষাশ্বহর গ্রামে বন্ধুর বাড়িতে আত্মগোপনে থাকা শ্বশুর ও তাকে পালাতে সহায়তাকারী বড় ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী নববধূর দেওয়া জবানবন্দিতে তার বাবা বাদী হয়ে অভিযুক্ত শ্বশুরকে প্রধান করে ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার (৭ নভেম্বর) আদিতমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ভুক্তভোগী মামলায় প্রধান আসামি শ্বশুর ও তাকে পালাতে সহায়তাকারী তার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |